বার্তা৭১ ডটকমঃ সৌদি আরবের মক্কা ও মদিনা শহরের মধ্যে শিগগিরই চালু হতে যাচ্ছে ‘হারামাইন এক্সপ্রেস’ নামের দ্রুত গতির একটি ট্রেন। ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতির ওই বুলেট ট্রেনটি চালু হলে দুই শহরের মধ্যে খুব কম সময়ে হজ ও ওমরাহ পালনকারীরা যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এ ছাড়া শহর দুটির বাসিন্দাদেরও অনেক ভোগান্তি কমবে।
সংবাদমাধ্যম গালফনিউজের খবরে বলা হয়, ২০০৯ সালের মার্চে ট্রেন প্রকল্পটি হাতে নেয় সৌদি আরব। এর পেছনে সৌদি সরকারের খরচ হয়েছে এক হাজার ৬০০ কোটি মার্কিন ডলার।
সৌদি সরকারের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, বছরে ছয় কোটি যাত্রী বহন করবে ‘হারামাইন এক্সপ্রেস’। এতে একদিকে যেমন যানজটের ভোগান্তি কমবে, তেমনি মক্কা-মদিনার মধ্যে যাত্রার ক্ষেত্রে কমপক্ষে চার ঘণ্টা সময়ও বাঁচবে। বর্তমানে শহরদুটির মধ্যে বাসে যাতায়াত করতে ছয় ঘণ্টা সময় লাগে।
মক্কার ‘মসজিদুল হারাম’ ও মদিনার ‘মসজিদে নববীতে’ ভ্রমণকারী তীর্থযাত্রীদের সেবার জন্য সম্প্রতি বিভিন্ন প্রকল্প হাতে নেয় সৌদি সরকার। সেই প্রকল্পরই একটি এই বুলেট ট্রেন সেবা।