এক গবেষণায় দেখা গেছে তারকাদের বিবাহবিচ্ছেদ ঘটে সবচেয়ে বেশি। আর বেশির ভাগ ক্ষেত্রেই সেটার কারন হয় পরকীয়ার। ঐ গবেষণায় একটা মজার তথ্য এসেছে তারকাদের বিয়ে ভাঙার একমাত্র কারণ শুধু পরকীয়া বা সঙ্গী, সঙ্গিনীর প্রতি বিশ্বাসভঙ্গ করা নয়। শারীরিক বা মানসিক নির্যাতন, অর্থনৈতিক কারণেও বিয়ে ভাঙে তারকা দম্পতিদের।
বিবাহবিচ্ছেদ-বিষয়ক ১০১ জন আইনজীবীর ওপর চালানো এক জরিপে জানা গেছে এমন তথ্য।
আইনজীবী পিটার ক্রাউচ ও চেরি কোল বলেছেন, বিড়ম্বনা এড়াতে সুখী না হওয়ার পরেও আজকাল অনেক তারকা বিয়ের সম্পর্ক জোর করে টিকিয়ে রাখছেন। সূত্রঃ দ্য টেলিগ্রাফ