বার্তা৭১ ডটকমঃ গোলাপগঞ্জের লক্ষ্মণাবন্দে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ শিশু ও ২ নারী রয়েছে।
গোলাপগঞ্জ থানার ইন্সপেক্টর মীর মো. আ. নাসের বলেন, শনিবার দিবাগত রাত দুইটার দিকে একটি গ্যাস রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
নিহতরা হলেন, লয়লু মিয়ার কলোলীর ভাড়াটে বাবলু আহমদের স্ত্রী তাহমিনা বেগম (৩২), তাহমিনা-বাবলু দম্পতির ছেলে তাহসিন (২), বাবলুর কর্মচারী শেবুল (১৮), জিহাদ (২০) ও শেবু বেগম (২২)।
আগুন নেভানোর পর সেখান থেকে শিশুসহ পাঁচজনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
থানার ডিউটি অফিসার ফজজুল করিম জানান, থানায় আনা লাশগুলোর মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে ১৬ বছরের এক কিশোরের পরিচয় পাওয়া যায়নি।
এছাড়া, গুরুতর দগ্ধ অবস্থায় আরো একজনকে উদ্ধার করে সিলেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।