বার্তা৭১ ডটকমঃ ফিলিপাইনের বুলাকাতে বাড়ির ওপর বিমান ভেঙে ১০ জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, শনিবার অবতরণের সময় বাড়ির ওপর ভেঙে পড়ে বিমানটি।
এ ব্যপারে দ্য ম্যানিলা টাইসম বুলাকা পুলিশ সুপারকে উদ্ধৃত করে জানিয়েছে, ওই সময় বিমানে ক্যাপ্টেনসহ ৬জন যাত্রী ছিল। সকলে মারা গেছেন। যে বাড়ির ওপর বিমানটি ভেঙে পড়ে সেখানে আরো চারজন মারা গেছেন বলে জানানো হয়েছে।
বুলাকার পুলিশ সুপার রোমিও কারামাট জানিয়েছেন, ছয় আসন বিশিষ্ট বিমানটির রেজিস্ট্রি নম্বর আরপি-সি২৯৯। শনিবার সকালে প্লারিডাল বিমানবন্দর থেকে সেটি ছাড়ার পর অবতরণের সময় বিমানটি ভেঙে পড়ে।
তবে বিমানটি কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল তা জানা যায়নি।