বার্তা৭১ ডটকমঃ কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ালাইন্সের উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার এক সপ্তাহ পর বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ রুটের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘যান্ত্রিক ত্রুটি’র কারণে জরুরি অবতরণ করা হয়েছে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার বেলা ১২টা ২৮ মিনিটে ছেড়ে যাওয়া ড্যাশ-৮ মডেলের সৈয়দপুরগামী উড়োজাহাজটি বেলা ১২টা ৫০ মিনিটে আবারো বিমানবন্দরে ফিরে আসে। শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিমানটিতে ৬৩ জন আরোহী ছিলেন। জরুরি অবতরণের পর সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। বেলা আড়াইটা পর্যন্ত যাত্রীরা ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন।
এ ব্যাপারে বিমানের জনসংযোগ বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষও কোনো মন্তব্য করেনি।
মাত্র আট দিন আগে ১২ মার্চ নেপালের কাঠমাণ্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ইউএস-বাংলার ড্যাশ-৮ উড়োজাহাজ বিধ্বস্ত হলে ৪৯ জন যাত্রী মারা যান। তাদেরর মধ্যে ২৬ যাত্রী বাংলাদেশি।