চুটিয়ে প্রেম চলছে বলিউড অভিনেত্রী সমিতা শেঠি ও অভিনেতা হারমান বাওয়েজার মধ্যে। আর তাদের এ প্রেম সমপ্রতি বেশ আলোচনায় চলে এসেছে। কারণ বিভিন্ন স্থানেই গত এক মাসে ডেটিং করতে দেখা গেছে তাদের। তবে এ ক্ষেত্রে কারো ধার ধারেননি তারা। খোলামেলাভাবেই বিভিন্ন স্পটে একসঙ্গে উপস্থিত হয়েছেন। জানা গেছে, গত এক বছর ধরে পরিচয় সমিতা-হারমানের। পরিচয় থেকে বন্ধুত্ব এবং বন্ধুত্ব থেকে প্রেম। গত কয়েক মাস ধরে নিজেদের সম্পর্ককে বেশ গুরুত্বসহকারে নিয়েছেন তারা। এই কয়েক মাসে বেশি সময় দেয়ার চেষ্টা করছেন একে অপরকে। জানা গেছে, বড় বোন শিল্পা শেঠিও বেশ আনন্দিত সমিতার সঙ্গে হারমানের সম্পর্ক নিয়ে। এ সম্পর্ককে বিয়েতে রূপ দেয়ার পক্ষপাতী তিনি। তবে, সমিতা চাইছেন আরও সময় নিয়ে হারমানকে জানতে। হারমানও চাইছেন সেটা। আর এ কারণেই গত এক মাসে বেশকিছু রেস্টুরেন্টে একসঙ্গে ডিনার সারতে দেখা গেছে তাদের। নিজের সম্পর্কের বিষয়টি স্বীকার করে হারমান বলেন, সমিতার সঙ্গে আমার সম্পর্ক অনেক ঘনিষ্ঠ। আমরা একে অপরকে বোঝার চেষ্টা করছি। তাই দু’জন দু’জনকে বেশি সময় দিচ্ছে এখন। তবে, সমিতা এখন আমার বেস্ট ফ্রেন্ড সেটা বলতে পারি। আশা করছি, আমরা আরও ভালভাবে একে অপরকে জানতে পারবো। দেখা যাক কি হয়। এদিকে সমিতা নিজেদের সম্পর্কের বিষয়টি অস্বীকার করে বলেছেন, হারমান ও আমার সম্পর্ক শুধুই বন্ধুত্বপূর্ণ। আমরা দু’জন দু’জনকে অনেক বেশি বুঝি। তাই একসঙ্গে সময় কাটাতে ভাল লাগে। এর বাইরে অন্য কিছু নয়। এদিকে একটি সূত্র থেকে জানা গেছে, পারিবারিকভাবেও সমিতা-হারমানের সম্পর্কের বিষয়টি নিয়ে এখন ভাবা হচ্ছে। খুব শিগগিরই দুই পরিবার মিলে বিয়ে নিয়ে আলোচনা করবে।