ইতিমধ্যে বলিউডের অ্যাঞ্জেলিনা জোলি হিসেবে পরিচিতি লাভ করেছেন এশা গুপ্তা। চেহারা ও শারীরিক গড়নে অনেকখানিই হলিউডের জোলির কাছাকাছি তিনি। এদিকে ভাটদের ‘জান্নাত-২’ ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে বলিউডে অভিষেক হয় তার। ছবিতে ইমরান হাশমির বিপরীতে তিনি অভিনয় করেছেন। ছবিটি সম্প্রতি মুক্তি পেয়ে বেশ ভাল ব্যবসা সফলতা অর্জন করেছে। পাশাপাশি এশা গুপ্তার অভিনয় ও পারফরমেন্সও প্রশংসিত হয়েছে। বিশেষ করে সেক্সসিম্বল ইমেজ নিয়ে খোলামেলাভাবে ক্যামেরাবন্দি হওয়ার মধ্যে দিয়ে তার যৌন আবেদন বেশ ভালভাবেই ফুটে উঠেছে ছবিটিতে। এই ছবির পর ‘রাজ-৩’ ছবিতে অভিনয়ের কথা ছিল এশার। কিন্তু তার আগেই নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে ভাটদের কোন ছবি নয়, পরিচালক প্রকাশ ঝার নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এশা। ছবিটিতে অর্জুন রামপাল ও অভয় দেওলের বিপরীতে অভিনয় করছেন তিনি। ছবিতে আইপিএস অফিসার চরিত্রে দর্শকরা দেখতে পাবেন এশাকে। তবে এই ছবিতেও সেক্সসিম্বল ইমেজ নিয়ে ব্যাপক খোলামেলা হয়ে অভিনয় করতে যাচ্ছেন তিনি। বিশেষ করে বেশ কিছু দৃশ্যেই বিকিনি ও সুইমস্যুট পরে ক্যামেরাবন্দি হবেন তিনি। বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যও তাকে ছবিতে দেখা যাবে। চরিত্রের প্রযোজনেই এমন দৃশ্যে কাজ করতে হবে বলে জানিয়েছেন এশা। এদিকে উত্তর প্রদেশ থেকে আসা এই অভিনেত্রীর হিন্দি কথা বলতে এখনও কিছু সমস্যা রয়ে গেছে। তাই পরিচালক প্রকাশ ঝা তাকে নিয়মিতই হিন্দি প্র্যাকটিস করানোর ব্যবস্থা করেছেন। মাঝে মধ্যে পরিচালক নিজেও এশাকে হিন্দি শিখাচ্ছেন। পাশাপাশি বুঝিয়ে দিচ্ছেন ছবিতে তার চরিত্রটি। এ বিষয়ে এশা গুপ্তা বলেন, প্রকাশ ঝা ভালমানের পরিচালক হওয়ার পাশাপাশি অনেক ভাল মানুষ। তিনি মূলত আমাকে ট্রেইন করছেন। তার কথামতই নিজেকে এ ছবির জন্য তৈরি করছি আমি। খুব শিগগিরই ছবির শুটিং শুরু হবে। ছবিতে সেক্সসিম্বল ইমেজের ইশাকেই আবিষ্কার করতে পারবেন দর্শক।