বার্তা৭১ ডটকমঃ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি নয়, আদালতের কাছে ন্যায়বিচার চাই। তিনি বলেন, যেখানে ১০ হাজারের বেশি নেতা-কর্মী বিনা অপরাধে জেলে। কার কাছে আমি মুক্তি চাইবো?
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ।
মঙ্গলবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইসমাঈল হোসেন বেঙ্গল প্রমুখ।