পেনড্রাইভে করে দরকারি কোনো ফাইল নিয়ে গেলেন অফিসে। কিন্তু অফিসের কম্পিউটারে পেনড্রাইভ লাগানোর পর দেখলেন পেনড্রাইভ ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। আপনি যে ফাইল বা ফোল্ডারটি নিয়ে গিয়েছিলেন সেটি আর খুলছে না। অর্থাৎ সেটি নষ্ট হয়ে যাওয়ায় আর দেখতে বা প্রিন্ট করতে পারছেন না । এমন অনাকাঙ্খিত পরিস্থিতিতে নিজের মাথাটাকে ঠান্ডা রাখুন। পেনড্রাইভের হারনো ফাইল পনুরুদ্ধার করতে অনুসরন করুন-
আপনার পেনড্রাইভ কোনো ভালো কমপিউটারে স্কান করুন । স্কান করার সময় অনেক ভাইরাস ধরা পড়েবে এবং অ্যান্টিভাইরাস সেগুলোকে ডিলিট করবে । স্ক্যান শেষ হওয়ার পর দেখলেন আপনার পেনড্রাইভ ফাঁকা অথাৎ পেনড্রাইভে কিছুই নেই।
তখন পেনড্রাইভে মাউস রেখে ডান কিক করে properties এ গিয়ে দেখবেন পেনড্রাইভে কিছু ডাটা আছে, কিন্তু সেগুলো দেখা যাচ্ছে না। সেগুলো দেখার জন্য My computer এর মেনুবারে Tools থেকে Folder Options নির্বাচন করে View তে কিক করুন।
এখন Show hidden files and folders এ টিক চিহ্ন দিন এবং Hide extenstion ও Hide Protected বক্স থেকে টিক টিহ্ন উঠিয়ে ok করুন।