বার্তা৭১ ডটকমঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টন থেকে শুরু করে বিজয়নগর মোড় হয়ে শান্তিনগর মোড় পর্যন্ত র্যালিটি বিস্তৃত ছিল। র্যালি নিয়ে বিএনপি প্রায় ঘণ্টাব্যাপী ব্যাপক শোডাউন দেয়।
দুপুর সাড়ে ১২টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা–কর্মীরা নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হন। বেলা ২টা নাগাদ নাইটঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে সড়কে অবস্থান করেন নেতা–কর্মীরা।
বিএনপির এই শোভাযাত্রাকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
এর আগে বেলা দেড়টার দিকে নয়াপল্টনের সামনে পিকআপ ভ্যানের ওপর নির্মিত অস্থায়ী মঞ্চে আসেন বিএনপি নেতারা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দুপুর ২টায় দলের প্রধান কার্যালয় থেকে শুরু হয় এ র্যালি। বিজয়নগর মোড় হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে ৩টায় শেষ হয় র্যালিটি। র্যালিতে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা।
এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের লাখো নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র্যালিতে ‘আমার নেত্রী আমার মা, বন্দী থাকতে দেবো না’ সহ খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা।
র্যালিতে অংশগ্রহণ করতে সকাল ১১টার থেকেই দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে তারা সেখানে আসেন। স্লোগান স্লোগানে তারা মাতিয়ে তুলে পুরো এলাকা।
১২টার আগেই নয়াপল্টনের সামনের রাস্তা নেতাকর্মীতে পূর্ণ হয়ে যায়। র্যালি ঘিরে নয়াপল্টন, পুরান পল্টন, বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আহমেদ আযম খান, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভূঁইয়া, আতাউর রহমান ঢালী, আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শ্যামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ।
এছাড়াও শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, আলমগীর হাসান সোহান, নাজমুল হাসান প্রমুখ।