অবশেষে আগামী ১৮ মে আসছে বহুল প্রতীক্ষিত ফেসবুকের প্রারম্ভিক শেয়ার (আইপিও)। ওয়াল স্ট্রিট জার্নালের সূত্রে জানা গেছে ৭ মে থেকে রোড শো করছে এবং ‘এফবি’ চিহ্নের সাহায্যে প্রতিষ্ঠানটি ১৮ মে থেকে ট্রেডিং শুরু করবে।
ফেসবুক তার প্রারম্ভিক শেয়ারের মূল্য ২৮ মার্কিন ডলার থেকে ৩৫ ডলারে উন্নীত করার ফলে প্রতিষ্ঠানটির মূল্য ৮৫ বিলিয়ন ডলার থেকে ৯৫ বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে। ফেসবুকের শেয়ারের মূল্যকে বিশেষজ্ঞেরা ইন্টারনেট ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর মধ্যের সবচেয়ে দামি বলে অভিহিত করেছে।
ফেসবুক তার শেয়ার ন্যাসড্যাকে লিপিবদ্ধ করায় প্রতিষ্ঠানটি সরাসরি সিসকো এবং অ্যামাজনের বর্তমান শেয়ার মূল্যের সঙ্গে প্রতিযোগিতায় নামবে বলে ধারণা করা হচ্ছে। ৯০০ মিলিয়ন ব্যবহারকারীর এই সাইট ২০১১ সালে ১ বিলিয়ন ডলার লাভ করলেও এ বছরের প্রথম প্রান্তিকে নেট আয়ের পরিমাণ ১২% কমেছে। ৩১ মার্চে পর্যন্ত প্রতিষ্ঠানটির আয় ২০৫ মিলিয়নে এসে দাঁড়ায় যেখানে এই একই সময়ে গত বছর প্রতিষ্ঠানটির আয় ছিল ২৩৩ মিলিয়ন মার্কিন ডলার।
সাধারণ শেয়ারহোল্ডারদের প্রদেয় নিট আয় এর পরিমাণ ১৫৩ মিলিয়ন ডলার থেকে কমে গিয়ে ১৩৭ মিলিয়ন ডলারে এসে ঠেকেছে। অর্থাৎ, শেয়ার প্রতি আয় ১১ সেন্ট থেকে কমে ৯ সেন্টে এসে ঠেকেছে। এদিকে রাজস্ব আদায় ৪৫% বৃদ্ধি পেয়ে ১.০৬ বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে বলে জানা গেছে।