বার্তা৭১ ডটকমঃ রাজধানীর হাজারিবাগ এলাকায় আকলিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূর উপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে।
সোমবার সকালে বড় মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় হাজারিবাগ ঝাউচর শাজাহান মার্কেট এলাকায় পৌঁছালে তিনি এসিড দগ্ধ হন।
দগ্ধ গৃহবধূর স্বামী জুবায়ের হোসেন বলেন, সকালে বড় মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় হাজারিবাগ ঝাউচর শাজাহান মার্কেট এলাকায় পৌঁছালে হঠাৎ একব্যক্তি আকলিমাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে আকলিমার ডান গাল, বুক ও গলা ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।