বার্তা৭১ ডটকমঃ আজ জাতীয় চলচ্চিত্র দিবস। দিবসটি ‘জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটি’ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করবে।
দিবসটিতে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ঐতিহ্যের ভিত্তি ধরি, দেশের ছবি রক্ষা করি’।
দিবসটি উপলক্ষে চলচ্চিত্র অঙ্গনের সকল শিল্পী-কলাকুশলী, প্রযোজক, নির্মাতা, পরিচালক, পরিবেশক ও প্রদর্শকসহ চলচ্চিত্রমোদীসহ দর্শকদের নিয়ে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য র্যালি।
এ ছাড়াও বিকেল তিনটায় বিএফডিসির আট নম্বর সুটিং ফ্লোরে ‘বাংলাদেশের চলচ্চিত্রের সমস্যা ও সংকট উত্তরণের উপায়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারের পর জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
এ ছাড়াও বিএফডিসি চত্বর ও এর বিভিন্ন ফ্লোরে রয়েছে দিনব্যাপী মেলা, টক-শো, লাল গালিচা সম্বর্ধনা, স্থিরচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী।