কমপক্ষে ৪৭ বৃটিশ নারীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ৮ পাকিস্তানি ও এক আফগান নাগরিকের একটি গ্রুপকে যৌথভাবে ৭৭ বছরের সাজা দিয়েছেন বৃটেনের এক আদালত। এ খবর দিয়ে ডেইলি মেইল জানায়, বৃটেনের গ্রেটার ম্যানচেস্টার ও রকডেলে এসব নারীকে নিপীড়নের আগে অ্যালকোহল পান করানো হয়। এতে বলা হয়, এসব নারীকে বিভিন্ন সময় উপহার, টাকা ও অ্যালকোহল পান করিয়ে দৈনিক একাধিক পুরুষের সঙ্গে ও সপ্তাহে কয়েকবার শারীরিক সম্পর্ক করা হতো। পুলিশ বলছে, মাতাল অবস্থায় একজন নারীকে এক রাতে ২০ জন পুরুষের সঙ্গে মিলনে বাধ্য করা হয়েছে। এতে করে দু’জন গর্ভবতী হয়ে পড়ে। যাদের একজনের বয়স মাত্র ১৩ বছর। পরে তার গর্ভপাত করানো হয়। দলটির ৫৯ বছর বয়সী লিডারকে (নাম প্রকাশ করা হয়নি) ষড়যন্ত্র, ধর্ষণ, ধর্ষণে সহায়তা, যৌন নিপীড়ন ও শোষণের দায়ে ১৯ বছরের জেল দেয়া হয়। এছাড়া গ্রুপের সবাইকে ভিন্ন ভিন্নভাবে ধর্ষণ, নিপীড়ন ও যৌনতার সঙ্গে জড়িত থাকার দায়ে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। স্থানীয় লেবার পার্টির সাবেক এমপি এ্যান ক্লেয়ার বলেন, স্থানীয় কর্তৃপক্ষ মাঝে মাঝে এসব অভিযোগ অবহেলা করেছে বর্ণবাদী অভিযোগ আসার ভয়ে। সাজাপ্রাপ্তদের মধ্যে আফগানিস্তানের নাগরিক সাফিকে সাজা ভোগের পর দেশ থেকে বহিষ্কার করার আদেশ দেয়া হয়েছে।