দেশে এখন ৩৩০ মেট্রিক টন লিকুইড অক্সিজেন মজুদ আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। তিনি বলেন, ‘আগামী মার্চের মধ্যে দেশের শতভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা হবে। একই সাথে আগামী ডিসেম্বরের মধ্যে ৬০ ভাগ মানুষকে টিকা দেয়া হবে।’
শনিবার (৬ নভেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসনের উদ্যোগে কভিড-১৯ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দেশে এখন কোনো টিকার ঘাটতি নেই জানিয়ে তিনি আরো বলেন, ‘আড়াই কোটি টিকা মজুদ আছে। কিছুদিনের মধ্যে আরো দুই কোটি আসবে এবং এখন থেকে প্রতিমাসে ৪ কোটি করে টিকা আসতে থাকবে। তাছাড়াও যৌথভাবে দেশে যেকোনো সময় টিকার উৎপাদন শুরু হতে পারে তার ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।’
স্বাস্থ্য সচিব বলেন, দেশের ৩৪ হাজার ডাক্তার ছিল আরো নতুন করে ৪ হাজার ডাক্তার নিয়োগ দেয়া হয়েছে। ৪২ হাজার নার্স ছিল নতুন করে সাড়ে ৮ হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে। নার্স নিয়োগে দ্রুততার জন্য রিটার্নে যারাই আসছে তাদের সবাইকে নিয়োগ দেয়া হয়েছে।’
রাঙামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, রাঙামাটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রীতি প্রসুন বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ প্রমুখ।