গতকাল রাতে ঢাকা কলেজ ছাত্রলিগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ গোলাগুলিতে রুপ নিয়েছে।
আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রলিগ শাখার টিটু ও তারেক এর অনুসারীদের মধ্যে সংঘের্ষর এক পর্যায়ে গোলাগুলি শুরু হলে গুরুতর ভাবে আহত হন ছাত্রলিগ কর্মী রনি, আকাশ, জনি তারেক।
শেষ খবর পাওয়া পর্যন্ত যানা যায় তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাস্পাতাল এ ছিকিৎস্বাধীন রয়েছেন।