বার্তা৭১ ডটকমঃ বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন এডভোকেট এ.জেড.এম. আবদুল্লাহ আল মাসুম। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ধর্ম বিষয়ক উপ–কমিটির সভাপতি খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
তিনি রাজনৈতিক কর্মকাণ্ড ছাড়াও ক্রীড়া, সামাজিক সংগঠনসহ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ছাত্রজীবন থেকে রাজপথে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামগ্রিক উন্নয়নে যথাযথ ভূমিকা পালনে সংগঠনকে শক্তিশালী করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবার অঙ্গিকার ব্যক্ত করেন।
এডভোকেট এ.জেড.এম. আবদুল্লাহ আল মাসুম জানান- আমাকে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত করায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাদার অব হিউমিনিটি জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন এডভোকেট মাসুম। এছাড়াও ধর্ম বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।