বার্তা৭১ ডটকমঃ দারুণ খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাতে পৃথক বার্তায় তারা এ অভিনন্দন জানান।
টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সঙ্গে পাঁচবারের দেখায় এটি বাংলাদেশের প্রথম জয়। ঘরের মাঠে টাইগারদের আমন্ত্রণে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে এসে সাকিব-নাসুমদের স্পিনেই পুড়ে অজিরা।
মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩১ রানের ছোট পূঁজি দেয় টাইগাররা। পরে ব্যাট করতে নেমে মার্শ-ওয়েডরা সিরিজের প্রথম ম্যাচে ২৩ রানে হারে।