
এই নেতা সেই নেতা হরতাল ডাকে
হরতালের খবর সব পএিকাতেই থাকে,
কাজ নেই কাম নেই স্কুল কলেজ সব বন্ধ
পড়াশোনার চাপ নেই, লাগে নাতো মন্দ !!
ঘর থেকে বের হলে বিপদ হতে পারে,
বোমা কিংবা গুলি খেয়ে যেতেও পারি মরে
মিছিল দেখলেই ভয়ে সরি তাড়াতাড়ি
এই বুঝি শুরু হলো গুলি ছোড়াছুড়ি
দিবাশেষে রাএি বেলা আসে খবর,
সকাল বেলা পএিকাতে দেখি হচ্ছে লাশের কবর ।
আর কতকাল সইব মোরা হরতালের এই পরিণতি,
দেখতে দেখতে ফুরিয়ে যাচ্ছে, সব মানুষের চোখের জ্যোতি ।
Awesome
nice kobita.
http://www.twinexcelriyadh.blogspot.com/
good.
carry on
Excellent poem.
Chorom Poem….Sabbir