বার্তা৭১ ডটকমঃ নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতুর কোনও অংশে ধাক্কা লাগলে দেশের মানুষের হৃদয়ে আঘাত লাগে। যদিও এ ধরনের ধাক্কায় সেতুর কোনও ক্ষতি হবে না। তবু বার বার আঘাতে মানুষের হৃদয়ে ক্ষত সৃষ্টি হচ্ছে। এ ঘটনায় আমরা খুবই বিব্রত।
শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে পদ্মা সেতু এলাকা ও মাদারীপুরে মাঝিকান্দির ঘাট পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
নৌ প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে আঘাতের ঘটনা যেন বার বার না ঘটে সে জন্য করণীয় ঠিক করতে আজ উচ্চ পর্যায়ে একটি সভা হবে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পদ্মা সেতুর পিলারে ধাক্কার ঘটনার পর কিছু নির্দেশনা ছিল। নির্দেশনা পালনে উদাসীনতা দেখা গেছে। ধাক্কার ঘটনাগুলো ভালো করে খতিয়ে দেখা হচ্ছে। দুর্বলতা ও দায়িত্বহীনতা কোথায় তাও দেখা হচ্ছে। যারা দায়িত্বহীনতার কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফেরি চালাতে যে দক্ষতা প্রয়োজন তার দিকেও গুরুত্ব দিচ্ছি। এ বিষয়ে পদক্ষেপ নিতে আমাদের কোনও দুর্বলতা নেই।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিমুলিয়া-বাংলাবাজার নৌ পথে কুঞ্জলতা এবং সুফিয়া কামালসহ বেশকিছু মিডিয়াম ভালো ফেরি যুক্ত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মেজবাহউদ্দিন চৌধুরী, জাজিরা ক্যান্টনমেন্টের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান ও বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৩ আগস্ট সকাল পৌনে ৭টায় বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া আসার পথে সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি কাকলি। এর আগে ৯ আগস্ট একই পিলারে ধাক্কা দেয় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর।