বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কৃষিবিদ আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম বলেছেন, জনসমাবেশ সফল করে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে গুজবের ফ্যাকটরী যারা এবং সব সময় যারা অপপ্রচার করেছে জনসভা হবে না, পদ্মা সেতু উদ্বোধন হবে না, উদ্বোধনের তারিখ বাতিল হয়ে গেছে এই সমস্ত অপপ্রচার যারা করে বেড়াচ্ছে তাদেরকে সমুচিত জবাব দেবে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী ২৫ তারিখের জনসভা করে।
শুক্রবার সকালে (১০ জুন) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে (রোড-৩/এ) পদ্মা সেতুর উদ্বোধনী জনসভা বিষয়ে আলোচনায় দলের নেতৃবৃন্দের সঙ্গে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দের এক মতবিনিময় সভা শেষে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, প্রত্যেকটি সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যার যার অবস্থান থেকে সর্তকতা অবস্থা বজায় রাখতে হবে এবং জনসভা সফল করার জন্য যা কিছু দলের নির্দেশনা থাকবে সেভাবে দায়িত্ব পালন করতে হবে।
এসময় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে যে জনসভার আয়োজন করবে আওয়ামী লীগ, আমাদের টার্গেট ১০ লক্ষ লোকের সমাবেশ হবে কিন্তু পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে বোঝা যাচ্ছে
সেটা জনসমুদ্রে পরিণত হবে। কি পরিমান লোক সমাগম হবে তা ধারণাতীত কারণ সারাদেশের মানুষের বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষের যে উচ্ছ্বাস সেটা আনন্দ মেলায় পরিনত হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিতব্য জনসভা দিয়ে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি দিয়ে বিএনপি জামাতিদের যে অপপ্রচার, মিথ্যাচার, ষড়যন্ত্র এবং দেশ বিরোধী অপকর্ম, তার সমুচিত জবাব দিতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ।