বার্তা৭১ ডটকমঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা ও ১৫ আগষ্ট জন্মদিন পালনের অভিযোগে দায়ের করা মামলায় জামিন আবেদনের শুনানী গ্রহণ করে আগামী ১৭ মে আদেশের দিন ধার্য করেছেন আদালত।
বুধবার রাজধানীর বকশীবাজারস্থ আলীয়া মাদ্রাসা মাঠে স্থাপিত আদালতে বেগম খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আহসান হাবিব ও খুরশিদ আলমের আদালতে শুনানী শেষে ১৭ মে জামিন শুনানীর জন্য দিন ধার্য করেন।