বার্তা৭১ ডটকমঃ তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় একটি বিশেষ বিমানে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে তার।
পরদিন শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
এদিন বিকেলে রাজশাহীর সার্দা পুলিশ একাডেমির একটি অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। পরদিন রবিবার বৈঠকে বসবেন বাংলাদেশ-ভারত দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
তিন দিনের এই রাষ্ট্রীয় সফরে গুরুত্বপূর্ণ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
রবিবার বিকেলে ঢাকা ছাড়বেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।