বার্তা৭১ ডটকমঃ বাংলা একাডেমির নির্বাহী পরিষদের সদস্য হিসেবে আগামী তিন বছরের জন্য মনোনীত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।
গত ২০ মার্চ বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলা একাডেমি আইন ২০১৩ এর ২৩ নং ধারার (১) (ঘ) উপধারা অনুযায়ী আগামী তিন বছরের জন্য বাংলা একাডেমির নির্বাহী পরিষদের সদস্য হিসেবে অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীকে মনোনীত করা হয়েছে।
প্রজ্ঞাপনে নির্বাহী পরিষদের সদস্য মনোনীত হওয়ায় অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।