বার্তা৭১ ডটকমঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে এক তরুণীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে রাজধানীর দারুসসালাম এলাকা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার (৬ নভেম্বর ) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৪।
সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান বলেন, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো তথ্য দিয়ে আসছেন তিনি। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
র্যাব জানায়, ওই তরুণী নিজ নামে সাতটি ফেসবুক আইডি, দুটি ফেসবুক পেজ ও টুইটার আইডি থেকে দীর্ঘদিন ধরে ধর্মীয় উসকানিমূলক ও বিদ্বেষী পোস্ট করে আসছেন।