বার্তা ৭১ ডটকমঃ পরীক্ষামূলক প্রয়োগের জন্য করোনাভাইরাসের ভ্যাকসিনের নমুনা তৈরির অনুমোদন পেয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। এই ভ্যাকসিনের নাম দেয়া হয়েছে ‘বঙ্গভ্যাক্স’।
বুধবার (৬ জানুয়ারি) গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনচার্জ ড. আসিফ মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য টিকা উৎপাদনের যে লাইসেন্স, তা আমরা পেয়েছি। এখন ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) প্রটোকল জমা দেব সামনের সপ্তাহে। এরপর ট্রায়াল শুরু করা হবে।