বার্তা৭১ ডটকমঃ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) মনিরুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার (১৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
২০১৮ সালে এসবি প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া মীর শহীদুল ইসলামের শেষ কর্মদিবস আজ। বৃহস্পতিবার তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বলেও জানা গেছে।
নতুন এসবি প্রধানের দায়িত্ব পাওয়া মনিরুল ইসলাম পুলিশের ১৫তম বিসিএস কর্মকর্তা। কর্মজীবনে স্বীকৃতি হিসেবে তিনি বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশের নবগঠিত কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।