বার্তা৭১ ডটকমঃ ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দ্বোরাইস্বামী জানিয়েছেন,ভারত যতগুলো দেশকে করোনাভাইরাসের টিকাদিয়েছে, এর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি টিকা গ্রহণ করেছে। বাংলাদেশে করোনারটিকার কার্যক্রম চলমান রাখতে ভারত কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।
বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের এ কথা জানান তিনি। নিজ দেশেচারদিনের ছুটি কাটিয়ে এ বন্দর দিয়ে বাংলাদেশে আসেন হাইকমিশনার।
এ সময় ম হাইকমিশনার বিক্রমদ্বোরাইস্বামীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোহাম্মদ নূর-এ আলম, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।হাইকমিশনার সড়ক পথে আখাউড়া থেকে ঢাকায় যান।
সাংবাদিকদের তিনি আরো বলেন, ‘করোনাভাইরাসের টিকার প্রাপ্যতা নিয়ে সংকট রয়েছে। সরবাহের তুলনায় চাহিদা অনেক বেশি। চুক্তিঅনুযায়ী বাংলাদেশে সাত মিলিয়ন টিকা সরবরাহ করা হয়েছে।