বার্তা৭১ ডটকমঃ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও তার স্ত্রী সুপর্ণা রায় চৌধুরীর ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের চিঠিতে বলা হয়েছে, তাদের হিসাব স্থগিত করে স্থিতির তথ্য জরুরি ভিত্তিতে পাঠাতে হবে।চিঠিতে তাদের নামের সঙ্গে ঢাকার দুটি ঠিকানা দেয়া হয়েছে। এর মধ্যে একটি ঢাকার সেগুনবাগিচার, অপরটি রামপুরার।
গত মাসে বাংলাদেশ ব্যাংকের সাবেক দুই ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও এস এম মুনিরুজ্জামানকে ডেকে কথা বলে আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি রোধে গঠিত তদন্ত কমিটি। আদালতের নির্দেশে গঠিত এ কমিটি ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তা এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলেছে। বাংলাদেশ ব্যাংকেই এই কমিটির কার্যালয়।
আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদারের নেতৃত্বে কমপক্ষে চারটি আর্থিক প্রতিষ্ঠান দখল করা হয়েছে। তাকে সহায়তা করার অভিযোগ আছে এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে।