বার্তা৭১ ডটকমঃ কোভ্যাক্সের আওতায় বিভিন্ন সূত্র থেকে করোনাভাইরাসের টিকা সংগ্রহের জন্য সরকার ভালো অবস্থান তৈরি করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, সরকার ইতোমধ্যেই কোভ্যাক্সের আওতায় বিভিন্ন সূত্র থেকে কোভিড-১৯ টিকা সংগ্রহের ক্ষেত্রে একটি ভাল অবস্থান তৈরি করে নিয়েছে। পাশাপাশি দেশবাসীর জন্য টিকা সরবরাহ নিশ্চিত করতে বাণিজ্যিকভাবেও টিকা ক্রয় করা হচ্ছে। শনিবার (৩১ জুলাই) সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ সব কথা বলেন।
এদিকে কোভ্যাক্স কাঠামোর আওতায় জাপানের কাছে থেকে আরো ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা এসেছে। এটা তাদের বাংলাদেশকে দেয়া প্রতিশ্রুত ৩ মিলিয়ন ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান। শনিবার (৩১ জুলাই) বিকেল ৩টার দিকে টিকাগুলো বাংলাদেশে পৌঁছায়।
টিকাগুলো বাংলাদেশে পৌঁছার পর ড. মোমেন জাপান সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অক্সফোর্ড প্রস্তুতকৃত এই টিকা গ্রহণের জন্য বাংলাদেশের প্রায় ১.৫ মিলিয়ন মানুষ অপেক্ষায় রয়েছে। তাই টিকার এই চালানটি আমাদের জন্য অত্যন্ত গুরত্বপূর্ণ।
তিনি বলেন, জাপান আরো প্রায় ৩০.৫ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা পাঠাবে। ৩ আগস্ট এই টিকার তৃতীয় চালান বাংলাদেশে আসবে।