বার্তা৭১ ডটকমঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাস্কাট থেকে ঢাকায় ফেরার পথে পাইলট ‘অসুস্থ হয়ে পড়ায়’ ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট। বিজি-২২ ফ্লাইটের ক্যাপ্টেন নওশাত হার্ট অ্যাটাক করায় জরুরি অবতরণ করে ফ্লাইটটি। তবে ফ্লাইটের সব যাত্রী নিরাপদে আছেন।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২ ফ্লাইটটি ওমানের মাস্কাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। তবে পথে ক্যাপ্টেন নওশাত হার্ট অ্যাটাক করায় ফ্লাইটটি ঘুরে নাগপুরে অবতরণ করে।
বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, ওই ফ্লাইটে ১২৪ জন যাত্রী ছিলেন। তাদের অন্য ফ্লাইটে ঢাকায় ফিরিয়ে আনা হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২২ ওমানের স্থানীয় সময় শুক্রবার ভোরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ভারতের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে ফ্লাইটটি নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আকাশে থাকা অবস্থায় পাইলট হৃদরোগে আক্রান্ত হলে তার সহকারী জরুরি ভিত্তিতে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। পরে বিমানটি নাগপুর বিমানবন্দরে অবতরণের অনুমতি দেওয়া হয়।
পাইলটের ‘হার্ট অ্যাটাক’ হয়েছিল কি না তা নিশ্চিত করতে পারেননি তাহেরা খন্দকার। তিনি বলেন, “অসুস্থ বোধ করায় পাইলটকে চিকিৎসার জন্য একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
ওই ফ্লাইটের যাত্রী ও ক্রুদের ফিরিয়ে আনতে বিমানের আরেকটি ফ্লাইট নাগপুরে যাচ্ছে বলে জানান তিনি।