আগামী নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অব্যাহত রেখেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরই ধারাবাহিকতায় বুধবার বঙ্গভবনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (ইনু) নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি বর্তমান ইসির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ইউএনবিকে জানিয়েছেন, সিরিজের দ্বিতীয় সংলাপটি বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সঙ্গে সংলাপের সূচনা করেন রাষ্ট্রপতি। জাপা চেয়ারম্যান জিএম কাদের আট সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টিকে (ন্যাপ) ২৬ ডিসেম্বর বিকেল ৪টায় সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বিএসডি) একই দিন সন্ধ্যা ৬টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন আবেদিন।
বাংলাদেশ তরিকত ফেডারেশন ও খেলাফত মজলিশ যথাক্রমে ২৭ ডিসেম্বর বিকাল ৪টা ও সন্ধ্যা ৬টায় আলোচনায় অংশ নেবে এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ২৮ ডিসেম্বর বিকেল ৪টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন।
২৯শে ডিসেম্বর বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টকে (বিএনএফ) বিকাল ৪টায় সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে এবং একই দিন সন্ধ্যা ৬টায় রাষ্ট্রপতির সঙ্গে ইসলামী ঐক্যজোট মতবিনিময় করবে।
ইসির ওয়েবসাইট অনুযায়ী এখন বাংলাদেশে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। কিন্তু সংসদে মাত্র নয়টি দলের প্রতিনিধিত্ব রয়েছে।
নয়টি দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বিকল্পধারা বাংলাদেশ, গণফোরাম, বাংলাদেশ তরিকত ফেডারেশন এবং জাতীয় পার্টি-জেপি।