বাংলাদেশ সাইকোথেরাপি এন্ড কাউন্সেলিং সোসাইটি (বিপিসিএস) এর প্রথম সম্মেলন গত ২রা মার্চ ২০২২ইং রোজ বুধবার বিকাল ৪ ঘটিকায় পাস্তাক্লাব বনশ্রী রামপুরা ঢাকা অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাইক্রিয়াটিস্ট মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ডাঃ কাজী সাফায়াত মাসুম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলর এন্ড এডমিনিস্টেটর সাবরিনা আক্তার ।
সম্মেলনে বাংলাদেশ সাইকোথেরাপি এন্ড কাউন্সেলিং সোসাইটি (বিপিসিএস) এর সকল সদস্যরা উপস্থিত এবং অনলাইনের মাধ্যমে সর্বসম্মতি ক্রমে দ্বিতীয় বারের মত সভাপতি হিসাবে নির্বাচিত হন বাংলাদেশ সাইকোথেরাপি এন্ড সোসাইটি (বিপিসিএস) এর প্রতিষ্ঠাতা ফারজানা আক্তার সুইটি ও সাধারন সম্পাদক হন মাহফুজা বেগম রুমী।
বাংলাদেশ সাইকোথেরাপি এন্ড কাউন্সেলিং সোসাইটি (বিপিসিএস) কার্যনির্বাহী কমিটি হল ৩১ সদস্য বিশিষ্ট ।
গত ২রা মার্চ ২০২২ইং রোজ বুধবার রাতেই বিপিসিএস এর কার্যনির্বাহী কমিটি আংশীক অনুমোদিত করা হয়।
বিপিসিএস এর কার্যনির্বাহী কমিটিতে যারা আছেন-
১। সভাপতি – ফারজানা আক্তার সুইটি
২। সহ- সভাপতি – সৌরভ বৈদ্য
৩। সহ- সভাপতি – শাহানা সুলতানা
৪। সাধারন সম্পাদক – মাহফুজা বেগম রুমী
৫। যুগ্ন- সাধারন সম্পাদক – কাজী রুম্পা
৬। সাংগঠনিক সম্পাদক – তামান্না
৭। অর্থ সম্পাদক – সানজিদা শারমীন শীমা
৮। যোগাযোগ সম্পাদক – বিলকিছ বেগম
৯। প্রকাশক সম্পাদক – ফাতেমা আক্তার
১০। সেমিনার সম্পাদক – জাহিদ হাসান সান্তুনু
১১। দপ্তর সম্পাদক – নুসরাত জাহান
১২। কার্যনির্বাহি সদস্য – তন্বিতা ঘোষ
১৩। কার্যনির্বাহি সদস্য – সাইফুল
১৪। কার্যনির্বাহি সদস্য – হাসনা হেনা মুক্তা
১৫। কার্যনির্বাহি সদস্য – পাপীয়া মাহাবুবা
১৬। কার্যনির্বাহি সদস্য – হেনা ইয়াসমিন
১৭। কার্যনির্বাহি সদস্য – মোত্তাকিনা পারভীন
১৮। কার্যনির্বাহি সদস্য – আয়শা সুলতানা সুমী