শ্রীলঙ্কার ইতিহাসে ভয়াবহ অর্থনৈতিক সংকটে বিক্ষোভের মধ্যেই মঙ্গলবার (৫ এপ্রিল) জরুরি অবস্থা প্রত্যাহারের আদেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোটবায়া রাজাপাকসে। বুধবার (৬ এপ্রিল ) এক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৫ এপ্রিল) গভীর রাতে এক বিবৃতিতে জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়ে দেশটির প্রেসিডেন্ট গোটবায়া রাজাপাকসে জানান, গত শুক্রবার (১ এপ্রিল) জারি হওয়া জরুরি অবস্থার নির্দেশ প্রত্যাহার করছেন তিনি।
অপরদিকে রাজাপাকসের জোট সরকার ছেড়ে বেরিয়ে গেছেন ৪০ জনেরও বেশি আইনপ্রণেতা। রাজাপাকসের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা পদুজেনা পেরামুনা (এসএলপিপি) জোট সংশ্লিষ্ট দলের আইনপ্রণেতারা জানিয়েছেন তারা এখন স্বাধীনভাবে নিজেদের প্রতিনিধিত্ব করবেন।