বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৬ এপ্রিল) তাদের জাতীয় সংসদ কার্যালয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা কার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানান তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রওশন ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরকে শুভেচ্ছা কার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
উইংয়ের একজন মুখপাত্র জানান, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো.আবু জাফর রাজু সংসদ ভবনে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টি প্রধানের নিজ নিজ কার্যালয়ে কার্ডগুলো হস্তান্তর করেন।