মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যদি ফিনল্যান্ড ও সুইডেন যোগ দেয় তাহলে তাদের চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। শুক্রবার (১৫ এপ্রিল) এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র দফতর এই হুমকি দেয়।
বিবৃতিতে মারিয়া জাখারোভা বলেছেন, সুইডেন ও ফিনল্যান্ডের কর্তৃপক্ষের পছন্দের বিষয় এটি। তবে তাদের ও আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এবং সামগ্রিকভাবে ইউরোপীয় নিরাপত্তার জন্য এই ধরনের পদক্ষেপের পরিণতি বোঝা উচিত।
তিনি জানান, ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের সদস্যপদ তাদের আন্তর্জাতিক মর্যাদাকে শক্তিশালী করার অবদান রাখার সম্ভাবনা কম। দুই দেশের জোটনিরপেক্ষ নীতি একটি নির্ভরযোগ্য মাত্রার নিরাপত্তা প্রদান করেছে। কিন্তু একটি সামরিক জোটের সদস্যপদ তাদের জাতীয় নিরাপত্তা জোরদার করতে সক্ষম নয়।
এর আগে, গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ জানিয়েছিলেন, সুইডেন ও ফিনল্যান্ড মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দিলে রাশিয়া ইউরোপের কেন্দ্রস্থলে পারমাণবিক অস্ত্র ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার পর ফিনল্যান্ড ও সুইডেনের রাজনীবিদরা ন্যাটো জোটে যোগ দেয়ার আলোচনা শুরু করে। ফিনল্যান্ড জানায়, তারা এ ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নেবে। একই ধরনের তথ্য জানিয়েছে সুইডেন।