7দ্বিতীয় বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ইমানুয়েল ম্যাক্রোঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৬ এপ্রিল) এক বার্তায় তাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
ম্যাক্রোঁ দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বন্ধুত্ব আগামীতে আরো শক্তিশালী হবে বলে প্রত্যাশা করেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য মতে, ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮ শতাংশ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী মেরিন লা পেন পেয়েছেন ৪২ শতাংশ ভোট। এর আগে ২০১৭ সালেও ম্যাক্রোঁর কাছে পরাজিত হয়েছিলেন মেরিন লা পেন।
টানা দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন ম্যাক্রোঁ। ২০০২ সালে জ্যাক শিরাকের পর ম্যাক্রোঁই প্রথম ফরাসি প্রেসিডেন্ট যিনি পুনরায় নির্বাচনে জয়ী হলেন।