রাজধানীর নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় শরীয়তপুর ও কক্সবাজার থেকে তিনজন আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মে) র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ঢাকা নিউমার্কেট এলাকায় সংঘর্ষে দু’জন নিহত হওয়ার ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত ১ জন এবং সংঘর্ষের সূত্রপাতকারী ২ জনসহ মোট ৩ জনকে শরীয়তপুর ও কক্সবাজার থেকে আটক করেছে র্যাব।
তিনি আরও জানান, এ বিষয় দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।