আওয়ামী লীগ পরিবারের সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত শক্তিকে বাংলার মাটি থেকে উৎখাত করা হবে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।
মঙ্গলবার (১৭ মে) বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে গণতন্ত্র, মানবাধিকারকে হত্যা করা হয়েছিলো। শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে মানুষের অধিকার, গণতন্ত্র ছিলো না। মানুষের পেটে ভাত, শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক মানবাধিকার নিশ্চিত করার উন্নত বাংলাদেশের স্বপ্ন নিয়ে সেদিন প্রত্যাবর্তন করেছিলেন শেখ হাসিনা। দীর্ঘ লড়াই-সংগাম শেষে শেখ হাসিনা মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন। তিনি মুক্তির দিশারী হিসেবে কাজ করেছেন।
মোজাম্মেল হক বলেন, শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যার বিচারের মধ্য দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর হত্যাকারীদের উচ্ছেদ করে বঙ্গবন্ধু স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলবো।
তিনি বলেন, শেখা হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ সারাবিশ্বে উন্নয়নের রোড মডেলে পরিণত হয়েছে। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাই তার কন্যা শেখ হাসিনাকে বার বার হত্যার চেষ্টা চালিয়েছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, ড. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, ড. হাছান মাহমুদ, বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, শফিউল আলম চৌধুরী নাদেল প্রমুখ।