বাংলাদেশ আওয়ামি লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, একটি সঙ্ঘবদ্ধ গোষ্ঠী রাজনীতির নামে আমাদের নেত্রী শেখ হাসিনাকে নিয়ে নানা ধরনের উস্কানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বক্তব্য দিয়ে সমাজের ও মানুষের ভিতরে এক ধরনের উৎশৃংখল পরিবেশ তৈরি করতে লিপ্ত আছে।
সকালে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা, সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেন।
যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, তারা উৎশৃংখল বক্তব্য দিয়ে, সন্ত্রাসী কায়দায়, সন্ত্রাসী উদ্দেশ্য নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করার লক্ষ্যে তারা নানাবিধি কর্মসূচির নামে সরকার ও দেশের জনগণকে হুমকি-ধামকি দিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির পায়তারা চালাচ্ছে। সেই লক্ষ্যে তারা নানা ধরনের মিথ্যা অপপ্রচার, মিথ্যা বক্তব্য দিয়ে দেশের মানুষের মধ্যে একটি অস্থির পরিবেশ সৃষ্টি করার জন্য তারা একাধারে নির্লিপ্তভাবে মিথ্যাচার করে যাচ্ছে। তবে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ তাদের এই ধরনের আচরণকে অবশ্যই ভালোভাবে গ্রহণ করছে না। আমরা বাংলাদেশের মানুষের ইচ্ছার সাথে, মানুষের প্রত্যাশার সাথে তাল মিলিয়ে বলতে চাই আমাদেরকে ভয়-ভীতি, হুমকি-ধামকি দিয়ে অপপ্রচার করে থামিয়ে রাখা যাবে না। আমরা গণতন্ত্রের স্বার্থে, দেশের মানুষের জীবন সম্পদের নিরাপত্তার স্বার্থে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা, শেখ হাসিনার সৈনিকেরা অপ-রাজনীতি কারীদের বিরুদ্ধে আমরা প্রস্তুত আছি।
এ সময় বাহাউদ্দিন নাছিম তার নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এই অপ রাজনীতিবিদরা অত্যান্ত সতর্কতার সাথে, শৃঙ্খলার সাথে দেশে, শিক্ষা প্রতিষ্ঠানসহ বা বিভিন্ন স্থানে তারা আশ্রয় নিয়ে দেশের মধ্যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা কিংবা কোন বিঘ্ন সৃষ্টি করতে না পারে, সেজন্য তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং সতর্ক থাকতে হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, যারা ধর্মকে ব্যবহার করে ফায়দা লুটতে চায়, সাম্প্রদায়িক শক্তিকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করতে চাই, বাংলাদেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করতে চাই, মানুষে-মানুষে দ্বিধাবিভক্তি সৃষ্টি করে ফায়দা লুটতে চায়, এরা নতুন, নতুন ষড়যন্ত্র সৃষ্টি করে কখনো সাম্প্রদায়িক শক্তির উপরে ভর করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, কখনো এরা গণতন্ত্রের কথা বলে অগণতান্ত্রিক আচরণ করে, স্বৈরাচারী আচরণ করে দেশের মানুষকে হুমকি ধামকি দেয় তাদের বিরুদ্ধে এখন থেকেই এদের মোকাবেলা করতে হবে। আমরা উন্নয়নের স্বার্থে, উন্নত জীবন যাপনের সাথে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে গণতান্ত্রিক পথে সামনের দিকে এগিয়ে যাব শেখ হাসিনার নেতৃত্বে।
এ সময় বাহাউদ্দিন নাছিম বলেন, খাদ্য সংকট নিয়ে মির্জা ফখরুল আলমগীর যত মিথ্যা কথাই বলুন না কেন, বাংলাদেশে খাদ্য সংকট দেখা দেবে না ইনশাল্লাহ। আমরা নিজেরাই আমাদের খাদ্য উৎপাদন করতে সক্ষম। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দেশ। তাছাড়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাবে সারাবিশ্বে খাদ্য সংকট দেখা দিতে পারে এমন আভাস দিয়েছেন বিশ্ব খাদ্য সংস্থা। সেখানে বিএনপি খাদ্য সংকটের কৃত্তিম উপায় খুঁজে বেড়াচ্ছে। যারা সুযোগের সন্ধানে মানুষের দুঃখ-কষ্ট অভাব নিয়ে রাজনীতি করে, তারা আর যাই হোক তারা বাংলাদেশের মানুষের বন্ধু নয়, তারা বিদেশী তাবেদারদের বন্ধু। যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে ক্ষমতায় যেতে চায়, নির্বাচন না করে ক্ষমতায় যেতে চাই, তাদের দেশের জনগণের ভোটের প্রয়োজন আছে বলে মনে করে না। যে কারণে তারা বলে আমরা নির্বাচন যাব না, নির্বাচন করব না, অংশগ্রহণ করে কোন লাভ নাই। তারা ভালো করেই জানে দেশের জনগণ তাদের ভোট দেবে না। তাদের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই তাই তারা ভোটে বিশ্বাস করে না আর সেজন্য তারা নির্বাচনে যাবে না এবং নির্বাচনের ব্যাপারে অনীহা। তবে সরকার পরিবর্তন হয় জনগণের ভোটে। এটা তাদের ভুলে গেলে চলবে না। জনগণ আমাদের সাথে আছে সুতরাং আমাদের হঠকারী রাজনীতিবিদদের মোকাবেলা করতে হবে। সেই সাথে আমাদের সরকারের উন্নয়নমুখী কর্মকাণ্ড দেশের তৃণমূলে পৌঁছে দিতে হবে। যে কোন সরকার পরিবর্তন হয় সেই দেশের জনগণের ভোটে। সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যেকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে।
বিএনপিসহ তার গংরা আগামী জাতীয় নির্বাচনকে ভণ্ডুল করার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে বিভিন্ন ভাবে অপতৎপরতা করে বেড়াচ্ছে। এই অপশক্তিকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ এবং সেসব লীগের সব সময় প্রস্তুত থাকতে হবে মানুষের সাথে সংযুক্ত হবে। জনগণই আমাদের শক্তি, জনগণের শক্তিতে বলিয়ান হয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব এটাই হোক আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান কচি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক আজিজ প্রমুখ।