ইকবাল মোহাম্মদ জাফর, ফ্রান্স থেকে: বাংলাদেশ আওয়ামী লীগের ডেনমার্ক শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৫ জুন দেশটির রাজধানী কোপেনহেগেনের একটি অভিজাত হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন মো. শহীদ। সাধারণ সম্পাদক হয়েছেন সামি দাশ।
ডেনমার্ক আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মদ আলী লিংকন মোল্লার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সমন্বয় কমিটির প্রধান কে এম লোকমান হোসেন। সম্মেলনের উদ্বোধন করেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সমন্বয় কমিটির অন্যতম সদস্য আবদুল্লাহ আল বাকী। প্রধান বক্তা ছিলেন জার্মান আওয়ামী লীগ নেতা এবং বাংলাদেশ দূতাবাস জার্মানির অনারি কনসিলার হাসানাত মিয়া। সম্মেলনের নির্বাচন পর্বে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন তাইফর রহমান ভুঁইয়া।
সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তৃতা করেন, ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আ. রব মিন্টু, ফ্রান্স আওয়ামী লীগ নেতা ইকবাল মোহাম্মদ জাফর, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলামীন খান। জার্মান আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন আহমেদ, হাফিজুর রহমান আলম, মহিউদ্দিন খালেদ, সেলিম ভুঁইয়া, বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির সদস্য নুরুল আমিন লিপু, ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, অষ্টিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রানা বখতিয়ারসহ ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা শাহাবুদ্দিন ভুঁইয়া, জাহিদ চৌধুরী বাবু প্রমুখ। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ নারী নেত্রীবৃন্দও সম্মেলনে যোগ দেন।
সম্মেলনের শুরুতেই সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়া হয়। এছাড়া দেশের জন্য প্রাণোৎসর্গকারী সকল শহিদ এবং সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সম্মেলনের প্রথম পর্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।