চারুকলা অনুষদ ছাত্রলীগের সাবেক সভাপতি(২০০২-২০১০),মেধাবি ছাত্র, ছাত্রনেতা, ডক্টর.সিদ্ধার্থ দে সিধুদাকে চারুকলা অনুষদ এর গ্রাফিক ডিজাইন বিভাগে সহযোগি অধ্যাপক হিসেবে নিয়োগ।
এখানে বলাবাহুল্য, চারুকলায় দীর্ঘদিন ধরে একটি প্রতিক্রিয়াশীল চক্রের শক্তি মূল স্রোতে মিশে গিয়ে ওনাকে ২০১০ সালে প্রভাষক নিয়োগে বঞ্চিত করেছিল। শুধুমাত্র ছাত্রলীগের অকৃত্রিম ও সাহসী নেতা হবার অপরাধে সে সময় সিদ্ধার্থ দে সব ধরনের যোগ্যতা থাকা সত্বেও তখন তার নিয়োগে বাঁধা তৈরি করেছিল এই প্রতিক্রিয়াশীল চক্রটি। এরা এখনো আরো শক্তিশালী হয়ে তৎপর রয়েছে।