জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে উচ্চ ও অধস্তন আদালতের সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী এ সময়সূচি নির্ধারণ করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ আগস্ট) থেকে আপিল বিভাগে আগের নিয়মে অর্থাৎ সকাল ৯টা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত বিচারকার্য পরিচালনা করা হবে। তবে হাইকোর্ট বিভাগে বিচারকার্য শুরু হবে সকাল সাড়ে ৯টায়, যা চলবে দুপুর পৌনে তিনটা পর্যন্ত।
আর দেশের সব অধস্তন আদালতে বিচার কাজ শুরু হবে সকাল সাড়ে ৮টায়, যা চলবে দুপুর পৌনে ৩টা পর্যন্ত। মাঝে আধা ঘণ্টা মধ্যাহ্ন বিরতি থাকবে।