প্রথম দিনেই বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা-৫ আসনে ৪টি এবং ৬১ টি জেলা পরিষদের চেয়ারম্যান পদে ১৪৭টি মনোনয়ন ফরম বিতরণ করেছে। দলীয় মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা।
প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ও দপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন একটি অরাজনৈতিক নির্বাচন। তবে এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ দলের দলীয় প্রার্থীদের একটি তালিকা প্রস্তুত করবে। এবং মনোনয়ন বোর্ডের সভায় জেলা পরিষদ চেয়ারম্যান পদের শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থিতা মনোনয়ন প্রদান করবে। এখানে দলের সিনিয়র নেতারাই যারা বিভিন্ন সময়ে সংগঠনে জেলা পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন, অথবা সংসদ সদস্য ছিলেন এই ধরনের সিনিয়র নেতাদেরকে মূলত জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হতে পারে।
গত নির্বাচনে বিদ্রোহীদের ব্যাপারে জানতে চাওয়া হলে, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, গত নির্বাচনে অনেকেই দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচন করেছেন তারাও এসেছে মনোনয়ন ফরম সংগ্রহের জন্য, আমরা তাদেরকেও মনোনয়ন ফরম দিচ্ছি। কিন্তু আমি মনে করি আমাদের দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী ১০ই সেপ্টেম্বর তার সরকারি বাসভবন গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি নির্বাচন মনোনয়ন বোর্ডের যে সভা অনুষ্ঠিত হবে, সেখানেই তাদের ব্যাপারে সিদ্ধান্ত হবে।
মনোনয়ন ফরম প্রত্যাশীদের যোগ্যতা সম্পর্কে জানতে চাইলে, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বলেন, জেলা পরিষদ নির্বাচন মূলত যারা করতে চাচ্ছেন এবং যাদের সাংগঠনিক পরিচয় আমরা নিশ্চিত করতে পেরেছি তাদেরকেই আমরা মনোনয়ন ফরম দিচ্ছি। এখানে দলের সিনিয়র নেতারাই বেশিরভাগ আসছে, তাদেরকে আমাদের দলের অনেকেই চেনে এবং জানে বিধায় আমরা তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করতে দিচ্ছি।
এসময় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোন প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।
নির্বাচন কমিশন জাতীয় সংসদের ৩৩ গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন এবং ৬১টি জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বাংলাদেশ আওয়ামী লীগ তাদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে আগ্রহী প্রার্থীদের জন্য ৪ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২২ পর্যন্ত (প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা) পর্যন্ত তারিখ নির্ধারণ করে।
দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ. ধানমন্ডি আ/এ, ধানমন্ডি, ঢাকা) থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা প্রদান করতে হবে।
এর আগে গত ২৩ জুলাই মারা যান সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। তার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়। আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচনটি সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।
আসনটিতে প্রার্থী দিতে আজ থেকে মনোনয়নের আবেদনপত্র বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দলটি।একই সঙ্গে দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্যও ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।