সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার আসনে (গাইবান্ধা-৫) নৌকা প্রতীকে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন নয়জন। এরমধ্যে রোববার মনোনয়ন বিক্রির প্রথম দিনে চারজন ও সোমবার দুইজন এবং আজ মঙ্গলবার তৃতীয় দিনে আরও তিনজন ক্ষমতাসীন দলের প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া ৬১টি জেলা পরিষদের চেয়ারম্যান পদে তৃতীয় দিনে ১০৭টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) তৃতীয় দিন শেষে ৬১টি জেলা পরিষদের চেয়ারম্যান পদে মোট ৩৬৫ টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন দল।
কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর বলছে, মনোনয়ন ফরম বিতরণের প্রথমদিনে (রোববার) গাইবান্ধা-৫ আসনে ৪টি এবং ৬১টি জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রথম দিনে ১৪৭টি মনোনয়ন ফরম বিক্রি করেছে।
দ্বিতীয় দিনে (সোমবার) গাইবান্ধা-৫ আসনে ২টি এবং জেলা পরিষদে আরও ১১১টি মনোনয়ন ফরম বিক্রি হয়।
তৃতীয় দিনে (মঙ্গলবার) গাইবান্ধা-৫ আসনের জন্য ৩ জন প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন। জেলা পরিষদের জন্য মনোনয়ন ফরম বিক্রি করেছে ১০৭টি।
মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়াকে কেন্দ্র করে উৎসবের আমেজ দেখা গেছে রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে৷ নেতাকর্মীরা দলে দলে এসে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। একে অন্যের সঙ্গে কুশল বিনিময় করছেন। দলীয় ফরম সংগ্রহ করে দলবন্ধ হয়ে ছবি তুলছেন।
সোমবার ও মঙ্গলবার বৃষ্টি উপেক্ষা করেও মনোনয়ন প্রত্যাশী ও তাদের অনুসারীরা ধানমণ্ডিস্থ আওয়ামী লীগের কার্যালয়ে ভিড় করেন।
আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
আগামী শনিবার (১০ সেপ্টেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের বৈঠকে এই ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।
জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার আসনে (গাইবান্ধা-৫) উপনির্বাচন আগামী ১২ অক্টোবর এবং ৬১ জেলা পরিষদের ভোটগ্রহণ ১৭ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া গত ২২ জুলাই দিনগত রাতে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর দুদিন পর তার সংসদীয় আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংবিধান অনুযায়ী কোনো আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এই সংসদীয় আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে।
দেশের তিনটি পার্বত্য জেলা বাদে ৬১টি জেলা পরিষদে আগামী ১৭ অক্টোবর ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ২৩ আগস্ট কমিশনের সভায় এই সিদ্ধান্ত হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, জেলা পরিষদে ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ সেপ্টেম্বর।
এর আগে গত ১৭ এপ্রিল দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব জেলা পরিষদ বিলুপ্ত করে সরকার।