বার্তা ৭১ডটকম: ১৯ সেপ্টেম্বর, ২০২২ খ্রি. লালমনিরহাট শহরের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব ফয়েজ বখস্ ভূঁইয়া’র পঞ্চদশ (১৫) মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে মরহুমের লালমনিরহাটের সাহেবপাড়াস্থ নিজ বাসভবন “জাহানারা মঞ্জিল”, “স্টোরপাড়া জামে মসজিদ” ও “স্টেশন জামে মসজিদে” এ পবিত্র কুরআন খতম, বাদ আসর মিলাদ, দোয়া মাহফিল। এবং মরহুমের নিজ বাসভবনে কাঙলী ভোজের আয়োজন করা হয়েছে। মরহুমের নিকটাত্মীয় ও শুভানুধ্যায়ীদের দোয়া ও মিলাদ মাহফিলে স্বাস্থ্য বিধি মেনে উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানের বলা হয়েছে।