বার্তা৭১ডট কম : ৩ মার্চ শুক্রবার একাডেমিক বেজড ক্লিনিক্যাল ডেন্টিস্ট্রি’ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে রাজধানীর নিকুঞ্জে হোটেল লে মেরিডিয়ানে। দাঁতের সুরক্ষা নিয়ে কাজ করা ডেন্টাল সার্জনদের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘টুথ ফেইরি ফাউন্ডেশন’ এর উদ্যোগে চতুর্থ বারের মতো এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ও বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রায় ৫০০ জন ডেন্টাল সার্জনের পদচারণায় মুখরিত হয় দিনব্যাপী এই সিম্পোজিয়াম।
এই সিম্পোজিয়ামে ইতালি থেকে আসা স্টাইল ইতালিয়ানোর গোল্ডেন মেম্বার ডা. ফান্সেসকা সেরুতি কি-নোট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। পোডিয়াম প্রেজেন্টেশন দেন ভারতের ডা. শিভাংগী গাজওয়ানি জেইন। বাংলাদেশ থেকেও ডেন্টাল বিভাগের অধ্যাপকগণ এবং জেনারেল প্রাকটিশনাররা তাদের অভিজ্ঞতা এবং চিকিৎসা বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের আলোকে তাদের বক্তব্য তুলে ধরেন।
টুথ ফেইরি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আলভী রহমান বলেন,প্রতিদিনই চিকিৎসা বিজ্ঞান উন্নত হচ্ছে। দাঁত এবং মুখগহ্বরের চিকিৎসা পদ্ধতিও অনেক দ্রুত টেকনোলজিমুখী হচ্ছে। এ সম্পর্কে জানার আগ্রহও বাংলাদেশের ডেন্টাল সার্জনদের মধ্যে দিন দিন বেড়ে চলেছে। টুথ ফেইরি ফাউন্ডেশন প্রতি বছরই চেষ্টা করে বিশ্বের শ্রেষ্ঠ ডেন্টাল সার্জনদের সঙ্গে বাংলাদেশের ডেন্টাল সার্জনগণের একাডেমিক এবং ক্লিনিক্যাল প্রাকটিসের অভিজ্ঞতার মেলবন্ধন ঘটাতে। এবিসিডি পরবর্তী প্রজন্মের মধ্যে স্মার্ট ডেন্টিস্ট্রির ভবিষ্যৎ দেখে।
সিম্পোজিয়ামের কি-নোট স্পিকার ইতালির ডা. ফ্রান্সেসকা সেরুতি তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে আমার এটা প্রথম আসা। আমি খুব উপভোগ করছি। ইয়াং ডেন্টিস্ট দের জানার আগ্রহ আমাকে আরো বেশি আগ্রহী করে তুলছে। আশা করি এই সিম্পোজিয়াম থেকে আমরা অনেক ভালো কিছু শিখতে পারবো। আর টুথ ফেইরির এই প্রজেক্টে থাকতে পেরে অনেক ভালো লাগছে।’
কয়েকজন ডেন্টাল সার্জনের উদ্যোগে প্রতিষ্ঠিত টুথ ফেইরি ফাউন্ডেশন ২০১২ সাল থেকে দাঁতের যত্ন সংক্রান্ত সামাজিক সচেতনতা নিয়ে কাজ করছে। সংগঠনটি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দাঁত ও মুখগহ্বর এর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে থাকে।