বিএনপির মহাসমাবেশ চলাকালীন দলীয় নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও মারামারি শুরু হয়। পরে দলীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সরকার পদত্যাগের চূড়ান্ত আন্দোলনের এক দফা দাবিতে রাজধানীতে বিএনপির মহাসমাবেশ চলছে।
২৮ জুলাই, শুক্রবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। সময় যতই যাচ্ছে জনসমাগম বাড়ছে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে। দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও গতকাল রাত থেকেই নয়াপল্টনে জড়ো হয়েছেন নেতাকর্মীরা।
বিএনপির আজকের এই মহাসমাবেশ থেকে সরকার পতনের একদফার আন্দোলনকে তরান্বিত করতে ও নতুন কর্মসূচির ঘোষণা দিবে দলটি।