দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট প্রয়োগের মাধ্যমে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার রাজধানীর তেজগাঁওয়ে দলের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেছেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের জনগণ তাদের (বিএনপি) প্রত্যাখ্যান করেছে। বিএনপি এবং তাদের সমমনষ্করা যে নির্বাচন বর্জন করেছে, সেই নির্বাচনে ভোটাররাই বিএনপিকে বর্জন করেছে।’
তিনি বলেন, ‘নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি-জামায়াত সহিংসতা এবং অগ্নিসন্ত্রাস করেছে।’