বার্তা৭১ ডটকম: দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। একসময় ঈদের নাটক নিয়ে ব্যস্ততা থাকলেও বর্তমানে কাজ কমিয়ে দিয়েছেন অভিনেত্রী। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’। শেষ গত বছর ১৬ ডিসেম্বর তাঁর অভিনীত ‘অনন্যা’ নাটকটি প্রচারিত হয়। এবার পবিত্র ঈদুল আজহার জন্য একটি নাটকে কাজ করলেন মেহজাবীন। নাটকের নাম ‘তিথি ডোর’। এটি পরিচালনা করেছেন ভিকি যাহেদ। চিত্রনাট্য লিখেছেন জাহান সুলতানা।
ভিকি জাহেদের একাধিক নাটক এবং ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন মেহজাবীন। এর মধ্যে অন্যতম, ‘পুনর্জন্ম’, ‘রেডরাম’ এবং ‘আমি কী তুমি’। ‘তিথি ডোর’নাটকে মেহজাবীনের চরিত্রের নাম নিশাত। নতুন এ কাজ নিয়ে মেহজাবীন বলেন, অনেক দিন ধরেই কাজটি নিয়ে প্রস্তুতি চলছিল। গত ঈদে করার কথা ছিল, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। এবার ঈদের জন্য জরুরি মনে করেছি। এটা নাটকের গল্পের কারণে। আমাদের চারপাশে অনেকেই নানা সমস্যায় ভুগছেন। তা থেকে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন কেউ কেউ। রোগ হিসেবে এটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। এ ধরনের গল্প থেকে কেউ না কেউ কিছুটা হলেও জানতে পারবেন, শিখতে পারবেন। একটা সচেতনতাও তৈরি হতে পারে। বর্তমান সময়ের জন্য গল্পটি প্রাসঙ্গিক। এ কারণেই করা।
মেহজাবীন জানান, এ সমাজে নানা ধরনের সমস্যায় মানুষ চাপ নিতে পারে না। সেই হতাশা থেকে একপর্যায়ে কেউ কেউ আত্মহত্যার দিকে ধাবিত হন। ভাবেন আত্মহত্যাই একমাত্র সমাধান। এই রোগ পরিবার ও সমাজে প্রভাব ফেলছে। এ বিষয় নিয়েই নাটকটির গল্প।
নাটকটির গুরুত্ব তুলে ধরে এই অভিনেত্রী আরও বলেন, নাটকটি এ সময়ের মেয়েদের জন্য বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তবে শুধু মেয়েরা বললে ঠিক হবে না, সব মানুষের জন্যই জরুরি। কারণ, প্রত্যেকের মধ্যেই হতাশা থেকে কোনো না কোনো সময় আত্মহত্যার প্রবণতা তৈরি হয়। এটিও কিন্তু একটি ব্যাপার।